মাহমুদুর রহমানের মুক্তির দাবীতে সিলেটে বিক্ষোভ আজ
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৪, ১২:০৫:১৫ অপরাহ্ন
পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আজ্ঞাবহ আদালতের ফরমায়েসী রায়ে কারাগারে আটক, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সিপাহশালার, মজলুম সাংবাদিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবীতে সিলেটে এক বিক্ষোভ মিছিল কর্মসূচী ঘোষণা করা হয়েছে।
উক্ত বিক্ষোভ মিছিল আজ মঙ্গলবার (১ লা অক্টোবর) বাদ জোহর নগরীর কোর্ট পয়েন্ট (শহীদ সাংবাদিক তুরাব চত্ত্বর) প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
যথাসময়ে উপস্থিত থাকার জন্য সচেতন দেশপ্রেমিক সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আমার দেশ পাঠকমেলা সিলেটের সভাপতি ডা. হোসাইন আহমদ ও সেক্রেটারী এমজেএইচ জামিল। বিজ্ঞপ্তি