রাসুল (সা.) আলোকদীপ্ত প্রদীপ হিসেবে অন্ধকার দূর করেছেন : মাও. মাহমুদুর রহমান
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৪, ৬:৩৯:১৪ অপরাহ্ন
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, রাসুল (সা.) আপন উম্মতের জন্য সাক্ষ্য দেবেন, তাদের জন্যও সাক্ষ্য দেবেন যারা তাঁর উপর ঈমান এনেছেন এবং তাদের বিরুদ্ধেও যারা তাঁকে মিথ্যা মনে করেছে। তিনি স্বীয় উম্মতের মধ্য থেকে সৎ ও শরীয়তানুসারী ব্যক্তিবর্গকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং অবাধ্য ও নীতিচ্যুত ব্যক্তিবর্গকে আযাব ও শাস্তির ভয়ও প্রদর্শন করে গিয়েছেন তিনি ছিলেন উম্মতকে আল্লাহর সত্তা ও অস্তিত্ব এবং তাঁর আনুগত্যের প্রতি আহ্বানকারী। তিনি আলোকদীপ্ত প্রদীপ হিসেবে কুফর ও শিরকসহ যাবতীয় অন্ধকার দূর করেছেন।
তিনি সোমবার রাতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনার সুলতানপুরে খুলাফায়ে রাশেদীন চ্যারিটি আয়োজিত সিরাত মাহফিলে প্রধান অতিথির আলোচনায় উপরোক্ত কথাগুলো বলেন।
চ্যারিটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আজহার উদ্দীন কাওসারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বিটিভি ও এশিয়ান টিভির ইসলামী আলোচক মাওলানা সাদিক সিকানদার।
আবু বকর (রা.) এডুকেশন এন্ড ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত সিরাত মাহফিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- আল আমিন জামেয়ার সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুল খালিক, কে.আর.সির তত্ত্বাবধায়ক মুহাম্মদ মুন্না, ইন্সটিটিউটের শিক্ষক জাবের আল মাহমুদ, আবুল হোসাইন, হাফিজ ইমাদ উদ্দিন, মানিককোনা এলাকার মুরব্বি মুরাদ আহমদ দারা মিয়া, মুজিবুর রহমান, মুমিনুর রহমান রুবেল, আফসার উদ্দিন কামরান, মোসাদ্দেক আলিম আবিদ, আহমদ আলী সিদ্দিক, জাহিদ আহমদ, সোলাইমান আল মুনাওয়ারি ও তন্ময় আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি