জৈন্তায় ইয়াবাসহ নারী আটক
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৪, ৭:০৪:১৪ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি :
জৈন্তাপুরে সেনাবাহিনী ৫৫০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে। পরে ইয়াবাসহ আটককৃত নারীকে পুলিশের কাছে হস্তান্তর করে সেনা সদস্যরা।
৩০ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের উত্তর কামরাঙ্গিখেল গ্রামের আফতাব উদ্দিনের বাড়ীতে অভিযান চালায় সেনাবাহিনী। তল্লাশী চালানোর সময় ঘরের গোপন কক্ষ থেকে ৫৫০ পিস ইয়াবাসহ আফতাবের স্ত্রী কুলসুমা বেগম (৪০)কে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। ইয়াবাসহ নারী আটকে পুলিশ বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক হওয়া নারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।