দুর্নীতি মুক্তকরণ ফোরামের পরামর্শ সভা
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৪, ৭:৩৬:৩৬ অপরাহ্ন
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সকল সদস্যদের নিয়ে এক পরামর্শ সভা রোববার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, রক্তাক্ত জুলাই-আগস্টের অভূতপূর্ব গণ-আন্দোলন ও গণঅভ্যূত্থানের ফসল এই বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র-জনতার মূল প্রত্যাশা রাষ্ট্র সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আওয়ামী গডফাদারদের লুটপাটের চিত্র গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। অতীতের গডফাদারদেরও তালিকা দেশে আছে।
সভায় অত্র সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়াসহ দেশের বিভিন্ন জায়গায় নিরপরাধ ব্যক্তিদের ওপর অগ্রহণযোগ্য মিথ্যা ও বানোয়াট মামলা দায়েরের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয় এবং মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য সরকারের নিকট দাবি জানানো হয়।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, মামুন রশীদ এডভোকেট, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতাওয়ালী ফলিক, শাহিদুর রহমান জুনু, সরোজ ভট্টাচার্য, শাহ ফখরুল ইসলাম, কয়েস আহমদ সাগর, তারেক আহমদ বিলাস, আফসারুজ্জামান আফছর, রফিকুল ইসলাম শিতাব, ইউনুস আহমদ, মাওলানা এমদাদুল হক জুম’আ, ইউপি মেম্বার এনামুল হক আবুল, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সিনিয়র সহ-সভাপতি নিয়াজ কুদ্দুস খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ, যুবনেতা রেজাউল করিম লিটন, মারুফ আহমদ, হকার্স নেতা শাহজাহান আহমদ ও মো. জানে আলম প্রমুখ। বিজ্ঞপ্তি