পাথর কোয়ারি পরিদর্শনে মুফতি ফয়জুল করীম
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৪, ৭:৩৭:৪৫ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
ভারতের স্বার্থে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশের পাথর কোয়ারিগুলো। তাদের নিম্নমানের পাথর বাংলাদেশে রপ্তানি করার জন্য তারা বাংলাদেশের খনি থেকে পাথর উত্তোলন করতে বাধা দিচ্ছে। যারাই পাথর উত্তোলনে বাধা দিচ্ছে তারা ভারতের স্বার্থ এবং তারা ভারতের দালাল।
মঙ্গলবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারি পরিদর্শনে এসে উপরোক্ত কথাগুলো বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
বেলা আড়াইটায় তিনি ভোলাগঞ্জ দশ নম্বর এলাকায় আসেন। সেখানে স্থানীয় ব্যবসায়ীদের সাথে পাথর কোয়ারি নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের বলেন, যেখানে দেশ ও জনগণের স্বার্থ রয়েছে সেখানে আমি নিজ উদ্যোগেই কাজ করি। আমার রাজনীতি দেশ ও জনগণের কল্যাণের জন্য। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে গিয়ে আমি পাথর কোয়ারি নিয়ে কথা বলেছি। তার কাছে উপস্থাপন করছি যে আমাদের দেশে পরিবেশের দোহাই দিয়ে যে পাথর উত্তোলন বন্ধ করা হয়েছে তার কোনো যুক্তি নেই। এটা ভারতের একটা পলিটিক্স। বরং আমাদের উপর ভারতের পঁচা পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। এখানে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়েছে। দেশের হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে। আমাদের রিজার্ভে প্রভাব পড়ছে। কাজেই আমাদের কোয়ারি থেকে পাথর উত্তোলন করতে দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার পাথর ব্যবসায়ী আব্দুল জলিল, আবুল হেসেন, আজিদ মিয়া, আঙ্গুর মিয়া, সুজন মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি ইসমাইল, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন আল মামুন ও সাংগঠনিক সম্পাদক আল আমিন প্রমুখ।