র্যাবের হাতে আ’লীগ নেতা শাহজাহান জুবেরী আটক
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৪, ৯:৩৩:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার এজহারনামীয় আসামী আওয়ামী লীগ নেতা শাহজাহান জুবেরী ওরফে শাহাজাহানকে গ্রেফতার করেছে র্যাব-৯। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ওইদিন রাতেই র্যাব তাকে সিলেট কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করেছে।
গ্রেফতারকৃত শাহাজাহান জুবেরী ওরফে শাহাজাহান দক্ষিণ সুরমার সিলাম পশ্চিমপাড়ার মৃত ওয়াজেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে ২০২১ সালে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের দক্ষিণ সুরমার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে ৪ থেকে ৫টি মামলা রয়েছে।
গ্রেফতারের বিষয়টি স্বীকার করে সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আকবর হোসেন বলেন, র্যাব তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। দুইটি মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।