কাউন্সিলর আফতাবের বাসা থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৪, ৯:৩৫:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের বাসায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী। সোমবার ভোরে এ অভিযান চালানো হয়। এসময় কাউকে আটক করা না হলেও বিপুল পরিমাণ ধারালো অস্ত্র জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার ভোরে যৌথবাহিনীর একটি টীম নগরীর পীরমহল্লাস্থ সাবেক কাউন্সিলার আফতাবের বাসায় অভিযান চালায়। এসময় আফতাব হোসেনকে বাসায় পাওয়া যায়নি। তবে তার বাসা থেকে ২৫টি চাকু, ৪টি রাম দা, চাইনিজ কুড়াল ১টি ও ৬টি ওয়াকিটকি জব্দ করা হয়। পরে এগুলো এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন- এ ঘটনায় সোমবার রাতে পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে থানায় মামলা দায়ের করেছে। এই মামলায় একমাত্র আসামি আফতাব হোসেন।
প্রসঙ্গ- সিলেট নগরীতে বিরোধী নেতাকর্মীদের কাঝে মুর্তিমান এক আতঙ্কের নাম ছিলো আফতাব হোসেন খান। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হওয়ায় ক্ষমতার অপব্যবহার ঘটিয়ে গত ১৫ বছর তার বাহিনী প্রায়ই প্রকাশ্যে দেখাতো অস্ত্রের ঝনঝনানি। সিসিকের গত নির্বাচনে আফতাবের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্রের মহড়ার ঘটনায় দায়েরকৃত মামলায় আফতাব হোসেন খাঁন কারাবরণও করেছেন। পরে জামিনে মুক্ত হন। যদিও তখন তার প্রার্থীতা বাতিল হওয়ায় নির্বাচন করতে পারেন নি। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সিলেটের আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আফতাব হোসেনও গা-ঢাকা যান। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, প্রথমে তিনি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারত যান, পরে সেখান থেকে পাড়ি জমান লন্ডনে।