তামাবিলে আমদানি-রপ্তানি চালু হতে পারে কাল
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৪, ৮:৫১:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ভারতে সার্ভারজনিত ত্রুটির কারণে মঙ্গলবারও দিনভর বন্ধ ছিলো সিলেটের গোয়াইনঘাটে তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ। সোমবার সকাল থেকে এ কার্যক্রম বন্ধ হয়ে যায়। বুধবার ভারতের সরকারী ছুটি থাকায় বৃহস্পতিবার থেকে আমদানী-রপ্তানী চালু হতে পারে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মো. আমিনুল হক মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক জালালাবাদকে জানান, সার্ভারজনিত ত্রুটির কারণে সোমবার সকাল থেকে তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। মঙ্গলবার এর সমাধান না হওয়ায় আমদানী-রপ্তানী বন্ধ ছিলো। বুধবার ভারতে সরকারী ছুটি তাই আমরা আশা করছি বৃহস্পতিবার থেকে সবকিছু স্বাভাবিক হবে।