শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে অহিংস দিবসে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৪, ৫:৪৭:৩৬ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: ‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’ এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ূথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ শ্রীমঙ্গল এর উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে ইউকে এইড ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় প্রতিবছর ২ অক্টোবর বিশ্ব অহিংস দিবস পালন করা হয়।
অহিংস দিবস উপলক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ শ্রীমঙ্গলের কো-অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় ও পিএফজি’র সদস্য হেলেনা চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সহ সভাপতি শামীম আহমেদ, ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুল, অ্যাম্বাসেডর কাজী আসমা, সদস্য মকসুদুর রহমান ও এম এ রহিম নোমানি প্রমুখ।
ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, সংবাদিক ঝলক দত্ত, নান্টু রায়, পিএফজির অ্যাম্বাসেডর জহির আহমদ শামীম, পিএফজির সদস্য ছায়ফুর রহমান, নূর মোহাম্মদ সাগর, জুয়েল আহমদ, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সহ-সমন্বয়কারী চৌধুরী সিরাজাম মনিরা, সদস্য প্রবীর সিংহ, টিআইবির ইয়েস সদস্য মো: তোফায়েল আহমেদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
মৌলভীবাজার: এছাড়াও একই দাবীতে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে পিএফজি মৌলভীবাজারের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার কোঅর্ডিনেটর খালেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদস্য সিনিয়র সাংবাদিক নরুল ইসলাম শেফুল, এডভোকেট মোশতাক আহমদ, মো, মাহমুদুর রহমান, রুহেল চৌধুরী, আনোয়ার হোসেন দুলাল, বেলায়ত আলী খাঁন জুয়েল, এম মুহিবুর রহমান মুহিব, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক মো: মাহবুবুর রহমান রাহেল, সুলতানা আক্তার, শাহজাদী বেগম, তাপস ঘোষ ও রিংকু চক্রবর্তী প্রমুখ।