দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে বাম দলসমূহের স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৪, ৭:০৩:৪৮ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন, সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও সকল প্রকার নৈরাজ্যকর পরিস্থিতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার দাবিতে বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা সিলেট জেলা শাখার উদ্যোগে উদ্যোগে সিলেট মহানগর পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
মঙ্গলবার বিকাল ৪টায় সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে মহানগর পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম বরাবর স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট জাকির আহমদ, বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সিপিবি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সাম্যবাদী আন্দোলনের এডভোকেট রণেন সরকার রনি, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি, বাসদ (মার্ক্সবাদী) জেলা শাখার সংগঠক সঞ্জয় কান্ত দাশ, সাম্যবাদী আন্দোলনের এডভোকেট মহীতোষ দেব মলয়, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাঃ হরিধন দাশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সহ সভাপতি সুমিত কান্তি দাস প্রমুখ। এ সময় সিলেট মহানগর অতিরিক্ত পুলিশ পুলিশ কমিশনার জোবায়েদুর রহমান সহঅন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি