লালাবাজার স্কুল এন্ড কলেজে নবীনবরণ
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৪, ৭:০৬:২৬ অপরাহ্ন
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেছেন, জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারীরাই আগামীর সম্পদ। জ্ঞান অর্জন আর চরিত্র গঠনের মুল মাধ্যমে হচ্ছে সুশিক্ষা গ্রহণ। সুশিক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থী নিজেকে প্রস্ফুটিত করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আগামীর সফলতায় কঠোর অধ্যবসায়ে নিজেদের সম্পৃক্ততা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
তিনি মঙ্গলবার দুপুরে লালাবাজার স্কুল এন্ড কলেজ হলরুমে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। লালাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মালিকের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নিজাম উদ্দিন তরফদার, লালাবাজার স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি খায়রুল আফিয়ান চৌধুরী, শিক্ষানুরাগী ফালাকুজ্জামান চৌধুরী জগলু, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, শিক্ষানুরাগী বদরুল ইসলাম, কমিউনিটি নেতা ব্যারিস্টার আবেদ চৌধুরী, লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক মোঃ আমিনুর রহমান চৌধুরী শিফতা, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এ শফি, সাবেক ইউপি সদস্য শহীদ রেজা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয়ক সুলতান মাহমুদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দ্বীন ইসলাম। এসময় স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তি