জাপার বিভাগীয় সাংগঠনিক দায়িত্বে আতিক
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৪, ৭:২৮:১৭ অপরাহ্ন
জাতীয় পার্টি সিলেট বিভাগের অন্তর্গত সিলেট জেলা, সিলেট মহানগর, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার জন্য পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিককে দায়িত্ব প্রদান করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বুধবার (২ অক্টোবর) তাকে এ দায়িত্ব প্রদান করেছেন। প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির দফতর সম্পাদক ২ এম এ রাজ্জাক খান। আতিকুর রহমান আতিককে এ ব্যাপারে সবধরনের সহযোগিতা করার জন্য সিলেট বিভাগের অন্তর্গত সকল কেন্দ্রীয় ও জেলা, মহানগর নেতৃবৃন্দকে বিজ্ঞপ্তিতে নির্দেশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য আতিকুর রহমান আতিক জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছাড়াও তিনি ক্রীড়াঙ্গন ও বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডের সাথে দীর্ঘদিন থেকে সম্পৃক্ত। তিনি সিলেট বিভাগের ১ম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আতিক গোল্ডকাপের উদ্যোক্তা ও প্রবর্তক। এছাড়া বিপিএল সিলেট রয়েলস এর মালিক ও চেয়ারম্যান। ঢাকা মোহামেডান ক্লাবের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। ঢাকাস্থ সিলেট জেলা সমিতির মহাসচিব আতিক একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও শিল্পপতি। বিজ্ঞপ্তি