দঃ সুরমায় গাজাসহ নারী আটক
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৪, ৮:৩৫:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমায় ২৯ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত পৌণে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানার হুমায়ুন রশিদ চত্ত্বর সংলগ্ন গ্রীন লাইন পরিবহনের কাউন্টার থেকে তাওহীদা (৩৮) নামক ওই নারীকে গ্রেফতার করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার ভাটি ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া মেস্তরিহাটি গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং ১/২৪) দায়ের করা হয়। তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি সাইফুল ইসলাম।