শাহপরান মাজারে শরিয়তবিরোধী কর্মকান্ড বন্ধে সাইনবোর্ড
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৪, ৮:৪১:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে শাহজালাল ও শাহপরান (র.) সহ বিভিন্ন মাজারেও শিরক এবং অসামাজিক কার্যকলাপ রোধে গড়ে উঠছে সচেতনতা। শরিয়তবিরোধী কর্মকান্ড বন্ধে আলেম-সমাজ ও সচেতন মুসল্লীদের আন্দোলনের মুখে নানা উদ্যোগ নিয়েছেন শাহপরান মাজার কর্তৃপক্ষ।শাহপরান মাজার কর্তৃপক্ষ আগত ভক্তদের সেজদা প্রদান ও মাদকদ্রব্য সেবনসহ সকল অসামাজিক কাজ থেকে বিরত রাখতে সম্প্রতি সাইনবোর্ড টানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গত কয়েক দিন থেকে শাহপরান মাজার এলাকার বিভিন্ন স্থানে বেশ কিছু সাইনবোর্ড টানিয়েছে কর্তৃপক্ষ। এসবে ‘মাজারে সেজদা করবেন না’, ‘মাাজারে সকল প্রকার শরিয়তবিরোধী ও অনৈতিক-অসামাজিক কার্যকলাপ বিরত থাকার জন্য অনুরোধ করা হলো’, ‘মাজারের পবিত্রতা রক্ষা করুন’, ‘মাজারে গাঁজা-সিদ্ধিসহ মাদক সেবন ও অশ্লীল গান-বাজনা নিষেধ’ ইত্যাদি নির্দেশনা দেওয়া।
এ ব্যাপারে শাহপরান মাজারের অন্যতম খাদেম আবদুল আহাদ বলেন- এমন সাইনবোর্ড আগেও ছিলো। তবু নতুন করে আরও বেশি করে লাগানো হয়েছে- যাতে কোনো ভক্ত অতিরঞ্জিত করতে গিয়ে শরিয়তবিরোধী বা অসামাজিক কাজ না করে ফেলেন। তিনি বলেন- আমরা মাজার কর্তৃপক্ষও চাই, এখানো কোনো শরিয়তবিরোধী বা অসামাজিক কাজ না হোক।