প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের বসছেন ড. ইউনূস
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৪, ৯:২৩:৩৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় বসতে যাচ্ছেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী শনিবার (৫ অক্টোবর) থেকে তৃতীয় দফায় আলোচনা শুরু হবে। এর আগে, দুই দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেন তিনি। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান রাজনৈতিক দলগুলোকে আলোচনায় অংশ নেয়ার জন্য দাওয়াত দেওয়া হবে বলে বিফ্রিংয়ে জানিয়েছেন তিনি। প্রেস সচিব বলেন, আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। এতে ৬ সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে। তাদের কাছ থেকে পরামর্শ নেয়া হবে। এছাড়া আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করা হবে।