মেজরটিলায় বাসার গ্রিল কেটে ডাকাতি : গৃহকর্ত্রী আহত
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৪, ৮:৩৬:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের মেজরটিলায় বাসার গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতির চেষ্টা চালিয়েছে একটি চক্র। এসময় বাসার মালিক ও তার স্ত্রীকে বেঁধে স্বর্নালংকার ও নগদ টাকা চুরি করে যায়। বাধাঁ দিতে গেলে ঐ বাসার গৃহকর্তী আহত হন। বুধবার দিবাগত রাত ৪ টার দিকে নগরীর মেজরটিলা (ইসলামপুর) মোহাম্মদপুর আবাসিক এলাকার ব্লক-সি’র প্রত্যাশা-৮নং বাসায় এই ঘটনা ঘটে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শাহপরান থানা পুলিশের একাধিক টীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের গ্রেফতারে দ্রুত ব্যবস্থাগ্রহণের আশ্বাস দিয়েছেন।বাসার মালিক সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সলের ভগ্নিপতি সিরাজুল হক জানান, বুধবার দিবাগত রাত ৪ টার দিকে মুখোশ পড়া ৫ জনের একটি ডাকাত দল বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে। কোন কিছু বুঝে উঠার আগেই তারা আমি ও আমার স্ত্রীর হাত পা এমনকি মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে। আমার স্ত্রী বাঁধা দিলে তাকে আঘাত করে এসময় তিনি আহত হন। ডাকাত দল অস্ত্রের ভয় দেখিয়ে চাবি নিয়ে বাসার সকল আলমিরা ও সোকেশ ভাংচুর ও তছনছ করে। এসময় তারা আমার স্ত্রী’র গলা ও কান থেকে আড়াই ভরি স্বর্নালংকারের গয়না, নগদ ৬৭ হাজার টাকা ও ২টি মোবাইল সেট নিয়ে যায়।
এসএমপির শাহপরান থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসএমপির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শাহপরান থানার ওসি স্যারসহ পুলিশের একাধিক টীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। বাসার মালিককে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।