সুরমা-কুশিয়ারায় বাড়ছে পানি : বৃষ্টি বৃদ্ধির আভাস
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৪, ৮:৩৯:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: কয়েকদিন থেকে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানের ন্যায় সিলেটেও ঝরছে বৃষ্টি। এতে সিলেটের সুরমা ও কুশিয়ারায় বাড়ছে পানি। এদিকে সপ্তাহব্যাপী বৃষ্টি থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে নদ-নদীর পানি আরো কিছুটা বৃদ্ধি হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বায়ুর প্রভাবে শুরু হওয়া বৃষ্টির কারণে পানি বাড়লেও তাতে আকস্মিক বন্যা বা বিপদের শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এদিকে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, মঙ্গলবার থেকে সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এতে সিলেট ও সুনামগঞ্জে বজ্রপাতে মারা গেছেন ৮জন। বুধবার সিলেটে রাতভর ঝরে বৃষ্টি। বৃহস্পতিবারও দিনভর থেমে থেমে বৃষ্টি হয়। পানি উন্নয়ন বোর্ড সিলেট সূত্রে জানা যায়, সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়লেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা সিলেট বিভাগ ও এর উজানে ভারি বৃষ্টির কারণে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়বে, তবে তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
তবে বৃহস্পতিবার সারিগোয়াইন, খোয়াই, কংস, ভুগাই ও ধলাই নদীর পানি কমছে। অন্যদিকে যাদুকাটা, মনু ও সোমেশ্বরী নদীর পানি স্থিতিশীল আছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়ার এক সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। ভারি বৃষ্টির ফলে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে বলেও সতর্ক করা হয় ওই বার্তায়।