ছাতকের ইউপি চেয়ারম্যান র্যাবের হাতে গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৪, ৯:৩৮:২৩ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি : ছাতক দোয়ারাবাজার আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ছাতক উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদকে গ্রেফতার করেছে র্যাব- ৯ এর একটি দল। বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব- ৯ এর একটি দল সিলেট নগরীর নয়াসড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। সিলেট শাহপরান থানায় গত ২৫ সেপ্টেম্বর দায়েরী একটি মামলার এজাহারনামীয় আসামি ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ বলে বিভিন্ন সুত্র জানিয়েছে।




