মৌলভীবাজারে ইসলামী আন্দোলনের গণসমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৪, ৬:১৬:৩৬ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আ’লীগ সরকারের শাসনামলে ১৪ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। যা এ দেশের দুইবারের বাজেটের সমান। তিনি বলেন, এ টাকা দিয়ে যদি ফ্যাক্টরী করা হতো, কিংবা গরীব-দুঃখীদের বিলিয়ে দেয়া হতো তবে দেশের অর্থনীতির বিরাট একটা পরিবর্তন আসতো। দেশে একজনও গরীব থাকতো না।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত গণসমাবেশে উপরোক্ত কথা বলেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সোলায়মান আহমদ’র সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও মাওলানা জুবায়ের আহমদ জুবেল প্রমূখ।