দক্ষিণ সুরমায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৪, ৬:১৮:৪১ অপরাহ্ন
দক্ষিণ সুরমা সংবাদদাতা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি রায়ের সভাপতিত্বে সভায় প্রতিবছরের ন্যায় এবারও উপজেলার ১৯টি পূজামন্ডপে সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে ব্যাপক আলোচনা সাপেক্ষে নানান সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা মেডিকেল অফিসার ডাঃ সাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, শিক্ষা অফিসার মহি উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানদা রঞ্জন তালুকদার, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হোসেন, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ ফয়সাল আহমেদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক শরীফ আহমদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানিয়া লাইজু, দক্ষিণ সুরমা ফায়ার বিগ্রেড লিডার তৌফিক আহমদ চৌধুরী, পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর সহকারী জেনারেল ম্যানেজার মোঃ কাজল মিয়া, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম সাইস্তা, লালাবাজার ইউপি চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস, সাধারণ সম্পাদক নিখিল মালাকার প্রমুখ।