ছাতকে ছুরিকাঘাতে নিহত বৃদ্ধের দাফন
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৪, ৬:৩১:৩৩ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতকে গুপ্ত ঘাতকদের ছুরিকাঘাতে নিহত হাফিজ সৈয়দ মাহমুদুল হাসান ওরফে আব্দুল হান্নান পীরের ময়না তদন্ত শেষে তাকে দাফন করা হয়েছে। শুক্রবার বিকেলে মরহুমের নিজ গ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে গুপ্ত ঘাতকদের ছুরিকাঘাতে নিজ বাড়ীতে নিহত হন উপজেলার গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়নের বড় সৈদেরগাঁও গ্রামের সৈয়দ আব্দুল ওয়াহিদের পুত্র হাফিজ সৈয়দ মাহমুদুল হাসান ওরফে আব্দুল হান্নান পীর। ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অচিরেই এ ঘটনার রহস্য উদঘাটন করে আসামীদের বিচারের মুখোমুখি করা হবে।