বালাগঞ্জে জামায়াতের সিরাতুন্নবী মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৪, ৮:৫৭:০১ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরের বালাগঞ্জ ইউনিয়ন শাখার উদ্দ্যোগে সিরাতুন্নবী (সা:) মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকাল ৪ টা থেকে শুরু হয়ে রাত ৯.৩০ টা পর্যন্ত বালাগঞ্জ বাজারের মহন মোহন মার্কেটে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন শাখার সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রিন্সিপাল মোঃ আমির আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যাপক আব্দুল হান্নান। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণ নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ, প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সৌদিআরব ও মিশরের সাংগঠনিক কমিটির সভাপতি মাওলানা আজাদ সোবহান। বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ মজলিসে শুরা সদস্য ও বালাগঞ্জ উপজেলা আমীর ডা: মুহাম্মদ আব্দুল জলিল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেন শামিম, বালাগঞ্জ উপজেলা জামায়াত সেক্রেটারি এডভোকেট রহমত আলী, বালাগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বনিক, বালাগঞ্জ উপজেলা জামায়াত এসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমান, উপজেলা কর্মপরিষদ ও শুরা সদস্য পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা তরিকুল ইসলাম, বোয়ালজুড় ইউনিয়ন সভাপতি জিল্লুল হক চৌধুরী, ইসলামী ছাত্রশিবির বালাগঞ্জ উপজেলা দক্ষিণ সভাপতি আবিদ আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগরী জামায়াত নেতা এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী শাহ সানাওর আলী, বালাগঞ্জ ইউনিয়ন সহ সভাপতি আব্দুস সবুর, বোয়ালজুড় ইউনিয়ন সহ সভাপতি মাস্টার আব্দুন নুর, পূর্বগৌরীপুর ইউনিয়ন সেক্রেটারি মর্তুজ আলী জুয়েল, ইসলামি ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম পাঠাগার সম্পাদক শেখ মুফাক্কির আহমেদ, ইসলামি ছাত্রশিবির বালাগঞ্জ উপজেলা উত্তর সভাপতি হাফিজ তাহসিন আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সহ সভাপতি দেলোয়ার আল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সেক্রেটারি ফয়সল আহমদ, ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মারুফ আহমেদ লিয়াকত, ইউনিয়ন জামায়াত নেতা মিসবাহুর রহমান, ইউনিয়ন জামায়াত নেতা হেলাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ রুমন, ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মকসুদুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মুহিব আহমেদ, জামায়াত নেতা লতিফুর রহমান, জামায়াত নেতা আমিনুর রহমান রিংকু, মিজানুর রহমান, ছাত্রশিবির বালাগঞ্জ উপজেলা সেক্রেটারি জাহেদ আহমদ প্রমুখ।