ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের পরিচয় বাংলাদেশী : ইমদাদ চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৪, ৭:০২:১৮ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপে নগদ অর্থ সহায়তার অংশ হিসেবে শনিবার ৩৭ নং ওয়ার্ডের ডলিয়া কালিমন্দিরে ৫টি পূজা মন্ডপে নগদ অর্থ প্রদান কালে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশী। এটাই বিএনপির রাজনীতি। তাই এবারের পূজায় বিএনপির নেতাকর্মীরা প্রতিটি ম-পে ঐক্যবদ্ধভাবে সনাতনী ধর্মাবলম্বীদের পাশে থাকবে। আগের চেয়ে এবার আরও বেশি উৎসবমুখর পরিবেশে এই সর্বোচ্চ ধর্মীয় উৎসব পালিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যেন প্রতিটি ম-পে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সনাতনীদের পাশে থাকে। তাই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব শান্তি ও স্বস্তি সহকারে উৎসব মুখর পরিবেশে পালন করতে সহযোগিতা করবে মহানগর বিএনপি। আমাদের থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ স্থানীয়ভাবে পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে সমন্বয় করে তাদের পাশে থাকবে।
বীরেন্দ্র দেবনাথের সভাপতিত্বে ও শিব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুষ্পার্ঘ্য সংঘের সভাপতি বাবুল দেবনাথ, আনন্দ আসরের পিযুষ কান্তি দাস, মিহির তালুকদার, সনাতন সংঘের সভাপতি ভালু দেবনাথ, ডলিয়া বিশ্বেশ্বরী বাণী মন্দিরের মিতা দেব, শ্রী শ্রী দূর্গা মন্দির শিবটিলার সভাপতি বিজয় চক্রবর্তী, মা আনন্দ ময়ী সংঘের সভাপতি বীরেন দেবনাথ, ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মো. চান মিয়া বাচ্চু, সদস্য রাজু মিয়া, ইউসুফ আলী, কাহির আহমদ, তৈমুর রাজা, আক্তার মিয়া, সাত্তার মিয়া, ফারুক মিয়া, শিব্বির আহমদ, জামিল হোসেন, উসতার মিয়া, অরুন দেবনাথ, শিবুল দেবনাথ, ময়না দেবনাথ, মিতু দেবনাথ, ডি রাজ মোহন দেবনাথ, গোপাল দেবনাথ, সিপন দেবনাথ, বিন্দু দেবনাথ, পিংকু পুরকাস্থ, দিপক দেবনাথ, পল্লব দেবনাথ, সবুজ দেবনাথ, পসোজিত দেবনাথ প্রমুখ। বিজ্ঞপ্তি