বিয়ানীবাজারে হত্যা মামলায় ২ যুবলীগ নেতা গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৪, ৭:০৯:৩৫ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজারে গত ৫ আগস্ট নিহত রায়হান হত্যা মামলায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন, উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম রোকন এবং উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ পাড়িয়াবহর গ্রামের আব্দুর রউফের ছেলে ও যুবলীগ নেতা কলিম উদ্দিন। আটককৃত রোকন স্বাস্থ্য সহকারি হিসাবে কর্মরত এবং কলিম মানবাধিকার সংগঠন আসক ফাউন্ডেশনের বিয়ানীবাজারের সভাপতি।
জানা গেছে, গত ৫ আগস্ট বিয়ানীবাজার থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলা চলাকালে গুলিতে তিন যুবক নিহত এবং অন্তত ১০ জন আহত হন। নিহতদের মধ্যে একজন রায়হান উদ্দিন (১৮)। তিনি ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানার তেলিকান্দি গ্রামের মো. ফারুক উদ্দিনের ছেলে। তিনি বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন। ময়নাতদন্ত ছাড়াই তখন দাফন করা হয়েছিল। রায়হান উদ্দিন নিহতের ঘটনায় তার ভাই বুরহান উদ্দিন গত ২৬ আগস্ট সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ ৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা করেন।
বিয়ানীবাজার থানার ওসি মো. এনামুল হক চৌধুরী জানান, সাইফুল ইসলাম রোকন ও কলিম উদ্দিন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনেই গত ৫ আগস্ট রায়হান উদ্দিন নিহতের ঘটনায় তার ভাই বুরহান উদ্দিনের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।