ছাতকে ইউপি চেয়ারম্যানের ফাঁসির দাবিতে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৪, ৭:১৩:০৯ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতকে আওয়ামীলীগ নেতা ফারুক মিয়া হত্যাকান্ডের মূল হোতা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদকে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে সিলেট সুনামগঞ্জ সড়কের জালালপুর পয়েন্টে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনে শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, নিহতের চাচা আব্দুর রহি খান, ছোট ভাই আতিকুর রহমান, জমির আলী, প্রবাসী কবির মিয়া, সাবেক মেম্বার সায়াদ আহমদ, আকবর আলী, জামাল মিয়া, মুজিবুর রহমান প্রমুখ।
জানা যায়, উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের পুরান মৈশাপুর গ্রামের মৃত মাষ্টার আব্দুস সাত্তারের পুত্র ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সাংগঠনিক সম্পাদক, ব্যবসায়ী ফারুক মিয়া ২০১৮ সালে ২১ জুন নিজ ব্যবসায় প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। ২২ জুন সকালে গ্রাম সংলগ্ন পাতলাচুড়া বিলের কচুরিপনায় পড়ে থাকা তার ব্যবহৃত জুতা ও লুঙ্গি এবং এ বিল থেকেই তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।





