কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৪, ৮:২৮:০৭ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। শনিবার দুপুরে দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের আয়োজনে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখার হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. একলাছ মিয়া, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন আহমদ, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সেলিম আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছিত, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফকর উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের শিক্ষকদের সম্মাননা হিসেবে বই উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।





