সাবেক মন্ত্রী মান্নান অসুস্থ : সিলেটে স্থানান্তর
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৪, ৮:৩৮:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ায় সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি এম এ মান্নানকে শনিবার সিলেট কারাগারে স্থানান্তর করা হয়েছে। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির প্রস্তুতি নেয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
তবে সাবেক মন্ত্রী মান্নান সিলেট কেন্দ্রীয় কারাগারেই চিকিৎসাধীন আছেন এবং সুস্থ আছেন বলে সন্ধ্যা ৬টা দৈনিক জালালাবাদকে নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার শাখাওয়াত হোসেন। তিনি বলেন, বর্তমানে উনার অবস্থা স্থিতিশীল। প্রয়োজনে আমরা ওসমানী হাসপাতালে ভর্তির ব্যবস্থা করবো। জানা গেছে, শনিবার সকালে বুকে পেটে ব্যথার কারণে মান্নান অসুস্থ বোধ করলে তাকে প্রথমে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে দুপুরে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে তাকে ওসমানী হাসপাতালে ভর্তির প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বুকে পেটে ব্যথার কারণে এমএ মান্নানকে শনিবার সকালে হাসপাতালে আনা হয়। তিনি মানসিক অবসাদেও ভূগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে প্রেরণ করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার হুমায়ুন কবির জানান, এম মান্নান আগে থেকেই অসুস্থ ছিলেন। তার চিকিৎসার ব্যবস্থার জন্য কয়েকজন আইনজীবী আদালতে আবেদন করেন। এরপর আদালত মান্নানের চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এই নির্দেশনার প্রেক্ষিতেই তাকে হাসপাতালে পাঠানো হয়। প্রসঙ্গত- ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গত ১৯ সেপ্টেম্বর রাতে শান্তিগঞ্জের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন সাবেক মন্ত্রী এম এ মান্নান। পরদিন আদালতের মাধ্যমে তাকে সুনামগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়। এরপর থেকে সাবেক এই মন্ত্রী সুনামগঞ্জ কারাগারেই ছিলেন।