নলেজ হারবার স্কুল এন্ড কলেজের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৪, ৯:৪৮:৩০ অপরাহ্ন

সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূর বলেছেন, আমাদের জীবনে নৈতিকতার গুরুত্ব সবচেয়ে বেশী। শুধু মেধাবীদের দ্বারা আদর্শ সমাজ বিনির্মাণ সম্ভব নয়। আদর্শ সমাজ গঠনে আমাদের শিক্ষার্থীদের রাসূল (সাঃ) কে জীবনের সর্বক্ষেত্রে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। এক্ষেত্রে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পিতামাতার ভূমিকা অগ্রগণ্য। নলেজ হারবার স্কুল এন্ড এর শিক্ষা কার্যাক্রম নৈতিক শিক্ষা বিস্তারে প্রশংসনীয়।
তিনি শনিবার নগরীর উপশহরস্থ নলেজ হারবার স্কুল এন্ড কলেজে মাহে রবিউল আউয়াল উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
নলেজ হারবারের অধ্যক্ষ কবি নাজমুল আনসারীর সভাপতিত্বে, প্রতিষ্ঠানের শিক্ষক শামীমা সুলতান ও নূরে আলম সিদ্দিকের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব, উপধ্যক্ষ ওমর শরীফ নোমান, ডিরেক্টর এটিএম মুরাদ ও অভিভাবক সৈয়দ ফয়সল আহমদ।
অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, কানিজ ফাতিমা, ফৌজিয়া খান, রাকিব আলী, আহসান উল্লাহ সোয়েব, সুফিয়া খাতুন সুমী, নাজমিন হক নাজ, সিনথিয়া জেরিন, শুকরা চৌধুরী, ফরহানা রহমান, জামিলা খাতুন, নুসরাত সাবা, মাহমুদা জান্নাত ইভা, মারুফা রিয়া, আফরোজা বেগম প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে উপস্থিত অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি





