এসএমইউজে’র জরুরি মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৪, ৭:০৮:৫৫ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমইউজে) এর এক জরুরি মতবিনিময় সভা শনিবার বাদ আসর সিলেট প্রেসক্লাবের মিনি হলরুমে অনুষ্ঠিত হয়।ইউনিয়নের সিনিয়র সদস্য ও দৈনিক সিলেটের ডাক-এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর মৃত্যুতে সভার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
সভায় মরহুম রুহুল আমিন গাজী স্মরণে এসএমইউজের পক্ষ থেকে সিলেটে চলতি অক্টোবর মাসের শেষ সপ্তাহে শোকসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত শোকসভা বাস্তবায়নের লক্ষ্যে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন এসএমইউজে’র সহ- সাধারণ সম্পাদক এম এ মতিন, সিনিয়র সদস্য আব্দুর রাজ্জাক, সদস্য ফয়সাল আমীন, এস এ শফি, আনাস হাবিব কলিন্স, খালেদ মেহেদী, মোঃ নুরুল ইসলাম, শেখ আব্দুল মজিদ, মাহফুজ আহমদ চৌধুরী, মুহিব হাসান, ইফতেখার মোঃ নাবিল, কাওছার আহমদ, বদরুল আমীন, মোহাম্মদ ঈশা প্রমুখ।সভায় সিনিয়র সাংবাদিক এনামুল হক জুবেরকে আহবায়ক, এম এ মতিনকে সদস্য সচিব করে নয় সদস্য বিশিষ্ট শোকসভা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন-মোহাম্মদ বদরুদ্দোজা বদর, আবদুল কাদের তাপাদার, আব্দুর রাজ্জাক, শাহজাহান সেলিম বুলবুল, এস এ শফি, খালেদ মেহেদী ও মোঃ নুরুল ইসলাম। বিজ্ঞপ্তি