শিক্ষক দিবসে শাবি শিক্ষক-ছাত্রদের সাথে বিএনপির মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৪, ৭:১৫:৩৪ অপরাহ্ন
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও ছাত্রদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির নেতৃবৃন্দ। শনিবার বিকেলে নগরীর একটি হোটেল এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সহ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, শাবিপ্রবির প্রো-ভিসি অধ্যাপক মোঃ সাজেদুল করিম, অধ্যাপক ড. মোঃ আশরাফ উদ্দিন, অধ্যাপক মোঃ ইকবাল, অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক, অধ্যাপক ড. শাহ মোঃ আতিকুল হক, অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ড. খালিদুর রহমান, অধ্যাপক ড. মুহাম্মদ মুরাদ, অধ্যাপক রেদুয়ান আহমদ, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, যুগ্ম সম্পাদক ওয়াহিদুজ্জামান সুফি, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাহিদুল হক সুহেল, সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম, জেলা বিএনপির সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ তুহেল।
ছাত্র প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন- শাবিপ্রবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মনির হোসেন, নাঈম সরকার, রাহাত জামান ও মো: সোহাগ মাহমুদ প্রমূখ। এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছিল। এই বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। ছাত্রলীগের নিয়ন্ত্রণাধীন হলগুলি ছিল অস্ত্রের গোডাউন। শিক্ষকদেরকে যথাযথ সম্মান দেয়ার পরিবর্তে লাঞ্ছিত করার চিত্র ছিল নিত্যদিনের। এখন দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। বিশ্ববিদ্যালয় সমূহে শিক্ষার পরিবেশ তৈরি হচ্ছে। শিক্ষক ছাত্রদের মধ্যে পরষ্পর শ্রদ্ধা ও মমতার সম্পর্ক তৈরি হচ্ছে। অচিরেই দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে স্থিতিশীলতা ফিরে এসবে ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি