র্যাবের হাতে মাদক জব্দ : নারীসহ আটক ৪
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৪, ৮:৪০:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের র্যাব-৯ এর অভিযানে ৩ নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ব্রাহ্মণাবাড়িয়া জেলার নাসিরনগর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯৬ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজা জব্দ করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার জাফরাবাদ গ্রামের মৃত আলীর স্ত্রী সেলিনা আক্তার (৪০), একই থানার মনোহরপুর গ্রামের সাইফুলের স্ত্রী লাকী আক্তার (৩২), ভৈরব থানার লক্ষীপুর (উত্তর পাড়া) মৃত আব্দুর রউফের ছেলে মোঃ ফরিদ মিয়া (৩৪) ও একই থানার ভৈরবপুর (উত্তর পাড়া) হাবিব মিয়ার স্ত্রী রুমা আক্তার (৩০)।
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এসএসপি মশিহুর রহমান সোহেল বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আসামী ও জব্দকৃত আলামতসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।