মৌলভীবাজারে বন্যার স্থায়ী সমাধান দাবীতে কৃষক-মৎস্যজীবী সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৪, ৫:৩৮:৩৯ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: কৃষিঋণ মওকুফ, কৃষিঋণের সুদ মওকুফ, বিনামূল্যে সার, বীজ, কীটনাশক প্রদান এবং বন্যা সমস্যার স্থায়ী সমাধানসহ কাউয়াদিঘী হাওর রক্ষা আন্দোলনের ৯ দফা দাবীতে মৌলভীবাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ‘কাউয়াদিঘী হাওর রক্ষা আন্দোলনের’ ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির আহবায়ক আ স ম ছালেহ সোহেল। সদস্য সচিব খছরু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষক-মৎসজীবী সমাবেশে বক্তব্য রাখেন- জেলা কর আইনজীবী সমিতির সভাপতি বদরুল হোসেন, এডভোকেট হুমায়ুন রশিদ সুয়েব, বাপা নেতা শিব প্রসন্ন ভট্টাচার্য্য, কৃষক নেতা সামছুদ্দিন মাস্টার, নিরঞ্জল কপালী, আলমগীর হোসেন, শিক্ষক মৌলানা মকবুল হোসেন, গোলাম হোসেন, সজিদ মিয়া, নুরুল ইসলাম, মাওলানা লোকমান খান নবীন, ছাত্রনেতা বিশ্বজিৎ নন্দী ও আবু তালেব চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় মৌলভীবাজার জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। আমন ফসল হারিয়ে সর্বশ্বান্ত কৃষক। কারো কারো ঘরবাড়িও ধবংস হয়েছে। বিষয়গুলো নজরে এনে বিহীত ব্যবস্থা নিতে পরে তারা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন।