মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৪, ৫:৩৯:৫৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়র আয়োজনে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর’র নির্বাহী প্রকৌশলী মোঃ শামসুল আরেফিন খান, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান প্রমুখ। পরে কৃতি শিক্ষার্থীদের বরণ করে পুরষ্কৃত করা হয়।