তাহিরপুরের সাবেক চেয়ারম্যান আফতাব আটক
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৪, ৬:৫৩:৫১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মো. আফতাব উদ্দিনকে সুনামগঞ্জ ডিবি পুলিশ গ্রেফতার করেছে। রোববার রাত দেড়টার দিকে সিলেট যাওয়ার সময় সদর উপজেলার রাধানগর পয়েন্ট থেকে তাকে ডিবি পুলিশ গ্রেফতার করে। আফতাব উদ্দিন উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মরহুম মো. জয়নাল আবেদীনের ছেলে।
সুনামগঞ্জের ডিবি পুলিশের ওসি মো. আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪ আগস্ট সুনামগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর হামলা মামলার ঘটনায় তাকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এসময় তার সঙ্গে থাকা আরও দু‘জনকে আটক করা হয়।