দোয়ারা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৪, ৭:০২:২০ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে করা মামলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল হোসেনকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।রোববার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের মৃত মফিজ আলীর পুত্র।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সুনামগঞ্জে সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী আরো জানিয়েছে, তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে।
সোমবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক। পুলিশ সূত্রে জানা যায় সুনামগঞ্জ সদর থানায় দায়েরকৃত নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়।