গাজা যুদ্ধের এক বছর : ফিলিস্তিনের পক্ষে বিশ্বজুড়ে রাস্তায় হাজার হাজার মানুষ
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৪, ৭:২৫:০৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র হামাসের আক্রমণ ও তার প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের এক বছর হলো সোমবার। এই দিনটিকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনের পক্ষে রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। তারা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
রোমে কয়েক হাজার মানুষ শনিবার বিকেলে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। হঠাৎ বিক্ষোভকারীদের একটি ছোট অংশ সমাবেশটিকে শহরের কেন্দ্রের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে এ ধরনের বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তারপরও অবস্থান নেন তারা। লন্ডনে হাজার হাজার বিক্ষোভকারী রাজধানীর বিভিন্ন অংশ থেকে ডাউনিং স্ট্রিটে এসে উপস্থিত হন। সেখানে অসংখ্য পুলিশ উপস্থিত ছিলেন।
অনেকে আবার ইসরায়েলের পক্ষে অবস্থান নেন। উভয় পক্ষ মুখোমুখি হলে অস্থিরতার সৃষ্টি হয়। বিরোধিতাকারীদের কারো কারো হাতে ইসরায়েলি পতাকা ছিল। এ সময় তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। যেসব বিক্ষোভকারী নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এগিয়ে যেতে চাইছিলেন, তাদেরকে ঠেলে পেছনে পাঠিয়ে দেয় পুলিশ। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বলছে, শান্তি বিনষ্ট, নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন জানানো ও হামলায় জড়িত সন্দেহে অন্তত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
জার্মানির উত্তরের শহর হামবুর্গে প্রায় ৯৫০ জন মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন। অনেকেই ফিলিস্তিন ও লেবাননের পতাকা ওড়াচ্ছিলেন। কেউ কেউ “গণহত্যা বন্ধ করুন” বলে শ্লোগান দেন। ডিপিএ সংবাদ সংস্থা পুলিশের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে। সংবাদসংস্থাটি জানায়, একইসঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুইটি ইসরায়েলপন্থী বিক্ষোভও আয়োজিত হয়।
জার্মানির ডিপিএ সংবাদ সংস্থা জানাচ্ছে, হ্যামবার্গ শহরে, পুলিশের হিসেব অনুযায়ী ৯৫০জন বিক্ষোভকারী ফিলিস্তিনি ও লেবানিজ পতাকা হাতে শান্তিপূর্ণভাবে সমাবেশ করে এবং ‘গণহত্যা বন্ধ করো’ স্লোগান দেয়। দুটো ছোট পাল্টা বিক্ষোভ কোন বিশৃঙ্খলা ছাড়াই শেষ হয়, ডিপিএ জানায়।
কয়েক হাজার বিক্ষোভকারী প্যারিসের রিপাবলিক প্লাজায় শান্তিপূর্ণ সমাবেশে অংশ নিয়ে ফিলিস্তিন ও লেবাননের মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। তাদের অনেকেই ফিলিস্তিনি পতাকা ওড়ান। এ সময় তাদের হাতে ছিল “গণহত্যা বন্ধ করো”, “ফিলিস্তিনকে মুক্ত করো” ও “লেবাননের উপর থেকে হাত সরাও” লেখা প্ল্যাকার্ড।
নিউ ইয়র্কের টাইমস স্কয়ারেও ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা জমায়েত হয়ে যুদ্ধবিরতির দাবি জানান। এ সময় তারা ড্রামের তালে “গাজা!” বলে ওঠেন। কেউ কেউ কেফিইয়ে স্কার্ফ পরে ছিলেন। তারা ফিলিস্তিনি ও লেবানিজ পতাকা ওড়ান এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি বড় কার্ডবোর্ড নির্মিত ছবি উঁচিয়ে ধরেন। তার মুখে লাল রঙ দিয়ে রক্তপাতের প্রতীকী প্রকাশ ঘটান তারা।