এনবিআরের নজিবুর-সচিব আমিনুল রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৪, ৭:২৬:৫৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় এনবিআরের সাবেক চেয়ারম্যান ও মূখ্যসচিব মো. নজিবুর রহমান এবং সাবেক সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক শুনানি শেষে এই রিমান্ড আবেদনের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই তন্ময় কুমার বিশ্বাস আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
এরআগে রোববার রাতে গুলশান থেকে পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল নজিবুর রহমানকে এবং একইদিন বিকেলে বনানী থেকে গ্রেপ্তার হন আমিনুল ইসলাম খান।২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশকে প- করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে অনেক বিএনপির নেতাকর্মী আহত হন। এ ঘটনায় যুবদল নেতা শামীম মারা যান। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।