বিপুল বিদেশী মদসহ র্যাবের হাতে আটক ১
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৪, ৮:৫৮:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। রোববার রাত সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানাধীন ফতেপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৩০৩ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এ সময় মো. ফজু রহমান (৪৮) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। সে বিশ্বম্ভরপুর থানার ফতেপুর ইউনিয়নের মৃত জবর আলীর ছেলে।
আটক আসামি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মশিহুর রহমান সোহেল।