হবিগঞ্জের ইনাতগঞ্জে শিবিরের সীরাত মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৪, ৬:১৭:৩৪ অপরাহ্ন
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, রাসুল (সাঃ) সততা ও সত্যবাদিতার উজ্জ্বল প্রতিচ্ছবি, সর্বোত্তম জীবনাদর্শ। জীবনে একটিবারের জন্য মিথ্যা কথা মুখ থেকে বের হয়নি। বিশ্বস্ততার শ্রেষ্ঠ নজির তিনি স্থাপন করেছেন। তিনি ব্যক্তিগত জীবনে অতুলনীয় আদর্শের নমুনা রেখে গিয়েছেন। বাবা, সন্তান, নানা কিংবা শ্বশুর হিসেবে অসাধারণ আচার ব্যবহারে সবাইকে মুগ্ধ করেছেন। আংশিক নয়, তাঁর জীবন পরিপূর্ণভাবে অনুকরণ করা মু’মীন জীবনে অপরিহার্য দায়িত্ব।
তিনি সোমবার রাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন শাখা আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের জন্য দোয়া এবং সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন সভাপতি মো. রাশাহিদ আলমের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা রবিউল হাসান।
ইনাতগঞ্জ পূর্ব বাজার সংলগ্ন ময়দানে আয়োজিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক মাওলানা তারেকুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, ছাত্রশিবিরের হবিগঞ্জ জেলা সেক্রেটারি হোসাইন আহমদ, ছাত্রনেতা মোহাম্মদ জিলানী, মাহদী খাঁন আদিল ও আলেমেদ্বীন মুফতি মামুনুর রশীদ মামনুন প্রমুখ। বিজ্ঞপ্তি