সাবের হোসেনের জামিন মঞ্জুর
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৪, ৬:২৮:৩১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: খিলগাঁও থানার পৃথক চার মামলা ও পল্টন থানার দুই মামলায় সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কারামুক্ততে বাধা থাকছে না বলে নিশ্চিত করেছেন পুলিশের ডিসি প্রসিকিশন।
মঙ্গলবার ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। খিলগাঁও থানার ৪ মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে ৫ হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন। অপরদিকে পল্টন থানার দুই মামলায় অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ৫ হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন।
এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তার জামিন আবেদন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরবর্তীতে মঙ্গলবার মকবুল নামের এক বিএনপিকর্মী মৃত্যুর মামলায় পাঁচ দিনের রিমান্ড চলাকালে মঙ্গলবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাছান আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনে তিনি প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদে সাবের হোসেন চৌধুরী কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছেন না। কথোপকথনে জানা গেছে যে, তিনি শারীরিকভাবে অসুস্থ ও হৃদরোগে আক্রান্ত। তার হার্টে তিনটি রিং পরানো হয়েছে। বর্তমান শারীরিক পরিস্থিতিতে পুলিশ হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করে আশানুরূপ তথ্য পাওয়া যাবে না। বিধায় আদালতের নির্দেশ মোতাবেক পুলিশ ৫ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ না করে আদালতে পাঠায়।