কয়লা বোঝাই নৌকাসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৪, ৬:৪৬:২২ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভারতীয় চোরাই কয়লা বোঝাই নৌকাসহ তিন চোরাকারবারিকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। আটককৃত মালামালের মূল্য ১২ লক্ষ ৮০ হাজার টাকা।
এ বিষয়ে মঙ্গলবার দুপুরে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির এএসআই কামাল হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে তাহিরপুর থানায় ৫ জনের নাম উল্লেখপূর্বক ও ৪/৫ জনকে অজ্ঞাত রেখে একটি মামলা দায়ের করেন।
এরপূর্বে গত ৭ অক্টোবর সোমবার দিবাগত রাত দেড়টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কামালপুর গ্রামের দক্ষিণ-পশ্চিম দিকের পাটলাই নদীতে আলী নূরের বসতবাড়ির ঘাটে অভিযান চালিয়ে ২৮ মেট্রিকটন ভারতীয় চোরাই কয়লা বোঝাই ১টি ইঞ্জিন চালিত স্টিলবডি নৌকাসহ তাদের আটক করা হয়।
পুলিশের হাতে আটককৃতরা হল, শ্রীপুর উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামের আব্দুল মন্নানের ছেলে আলী নূর (৫৪) এবং একই ইউনিয়নের তরং গ্রামের ফরমুজ আলীর ছেলে এংরাজুল (৫৫) ও এংরাজুর ছেলে পলক প্রকাশ বাবু (২০)।
এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আটককৃতসহ ৫ জনের নাম উল্লেখ করে ও ৪/৫ জনকে অজ্ঞাত রেখে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের কোর্ট হাজতের মাধ্যমে জেল কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।