লেবাননের নতুন এলাকায় ইসরাইলি স্থল অভিযান
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৪, ৭:৪১:২৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের নতুন এলাকায় স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি সামরিক বাহিনী। মঙ্গলবার তারা জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম লেবাননে নতুন করে স্থল অভিযান শুরু করেছে তারা। জাতিসংঘের কূটনৈতিক সমাধানের আহ্বান সত্ত্বেও এই অভিযান চালাচ্ছে তারা।
রয়টার্স জানিয়েছে, লেবানন জুড়ে ইসরাইলের স্থল এবং বিমান হামলা এবং ইরানের সরাসরি হামলা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। মঙ্গলবার ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের কোনো অবকাঠামোতে আক্রমণ হলে এর কঠোর প্রতিশোধ নেওয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরাইলের অপরাধ বন্ধ করতে তিনি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সফর করবেন।
ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননের দক্ষিণ-পশ্চিমে সীমিত ও লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করছে। ইসরাইলের বোমা হামলায় লেবাননে এ পর্যন্ত অন্তত ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বলা হয়েছে, সংঘর্ষের কারণে লেবাননে মানবিক পরিস্থিতি বিপর্যয়কর হয়ে উঠেছে। ইসরাইলের আক্রমণগুলো সীমিত বলে দাবি করা হলেও, তা ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে।