রাসুলের জীবনেই রয়েছে উত্তম আদর্শ: অধ্যক্ষ আব্দুল হান্নান
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৪, ৬:৫১:০৮ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণ শাখা আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান বলেছেন, দুনিয়ার সকল মানুষের জন্য রাসুল (সা:) এর জীবনেই রয়েছে উত্তম আদর্শ। মানুষের চরিত্র গঠনের জন্য আল্লাহতাআলা রাসুল (স:) কে পৃথিবীতে শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন। তাই মানবতার শিক্ষক রাসুলের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন, সমাজ ও দেশ গঠন করতে হবে।
তিনি মঙ্গলবার রাত ৯টায় ওসমানীনগর উপজেলার গদিয়ারচর গ্রামে আনহার আহমদ এর বাড়িতে গোয়ালাবাজার ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত সিরাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আব্দুস শাকুরের সভাপতিত্বে ও জামায়াত নেতা সেলিম আজাদ এবং হাফিজ মিজানুর রহমানের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর সোহরাব আলী, নায়েবে আমীর রেজুয়ানুর রহমান চৌধুরী শাহিন, সেক্রেটারী আনহার আহমদ, বাংলাদেশ মাজলিসুল মোফাস্সির পরিষদের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার ও ওসমানীনগর ইসলামিক একাডেমি দাখিল মাদরাসার সুপার মাওলানা সাদিক সিকান্দার প্রমূখ।