সিলেট প্রেসক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৪, ৮:৪৪:০৩ অপরাহ্ন
সিলেট প্রেসক্লাব ভবন সামনের সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে সুগন্ধা নার্সারির সৌজন্যে মঙ্গলবার বিকেলে ক্লাব ভবনের সামনে বিভিন্ন জাতের ফুলের চারা ও ভেতরের অংশে ফলদ চারা রোপণ করা হয়।
রোপণকৃত ফলদ চারার মধ্যে রয়েছে বারোমাসি কাঁঠাল, বারী আম, মাল্টা, থাই পেয়ারা, রেডলেডি পেঁপে, সিডলেস ও কাগজী লেবু প্রভৃতি। ফুলের চারার মধ্যে রয়েছে- রঙন, মিনজিরি, অরমান্ডা, লিলি, কলাবতী ও পুত্তলীকা।
রোপণকালে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, মুহাম্মদ আমজাদ হোসাইন, নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল মজিদ, সদস্য শেখ আশরাফুল আলম নাসির, মুহিবুর রহমান ও খালেদ আহমদ মেহেদী প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন সুগন্ধা নার্সারির স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন। বিজ্ঞপ্তি