কোম্পানীগঞ্জে ২৭ মন্ডপে দুর্গাপূজা
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৪, ৭:২০:২৭ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে এবার ২৭টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছে। তারমধ্যে রয়েছে পারিবারিক ২টি মন্ডপ। মহাষষ্ঠীর মধ্যদিয়ে বুধবার শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী ১৩ অক্টোবর রোববার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এই উৎসবের।
কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারদ বিশ্বাস ও সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র সরকার জানান, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোয়েন্দা সংস্থাসহ থাকছে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মন্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। তাই মন্ডপের নিরাপত্তা নিয়ে আমাদের মাঝে কোনো শঙ্কা নেই। তবে মন্ডপ গুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা থাকলেও সব মন্দিরে সিসিটিভি স্থাপন করা সম্ভব হয়নি।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম জানান, উপজেলার পুজামন্ডপে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার্থে প্রতিটি ম-পে ৪ জন পুরুষ ও ২ জন মহিলা আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। ২৭টি মন্ডপে মোট ১৮০জন আনসার ও ভিডিপি সদস্যরা রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান জানান, প্রত্যেকটি পূজামন্ডপে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলাজুড়ে হিন্দু ধর্মাবলম্বীরা যাতে কোনো ধরনের শঙ্কা ছাড়াই পূজা উদযাপন করতে পারেন সে রকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ ও আনসার-ভিডিপির পাশাপাশি সাদা পোশাকে পুলিশ ছাড়াও অন্যান্য বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।