শারদীয় সুরে সনাতন আবহ
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৪, ৮:০২:০৮ অপরাহ্ন
প্রশান্ত লিটন:
শরতের সাদা আকাশে নীল মেঘের ভেলা যখন খেলা করে কিংবা কাশবনে কাশফুলে বাতাস দোলা দেয় তখনই মনের মাঝে বেজে ওঠে শারদীয় উৎসবের আগমনী সুর। আমাদের ছোটোবেলা সকালে ঢাকের তালে ঘুম ভাঙতো, তারপরে স্নান করে নতুন কাপড় গায়ে দিয়েই মণ্ডপে মন্ডপে ঘোরাঘুরি করেই কেটে যেত আনন্দময় সময়। অনেক অপেক্ষার পর ষষ্ঠী থেকে শুরু হতো উৎসব আর বিজয়ার বিসর্জনে অশ্রুসিক্ত নয়নে মায়ের বিদায় এবং নতুন বছরের জন্য অপেক্ষা শুরু। কিন্তু মাঝে কিছু বছর সাউণ্ড সিষ্টেমের অতিরিক্ত ব্যবহার আর ধর্মীয় গানের বাইরে অন্যান্য গানের কারণে ঢাকের ছন্দ তার ঐতিহ্য হারায়। শারদীয় উৎসব মানেই ঢাকের তালে ছন্দে আনন্দে মন আকুল করা ধুচনী হাতে আরতি মায়ের প্রতিমার সামনে নিজেকে সমর্পণ করা।
বলা যায় এবারের পূজা অনেকটা ব্যতিক্রম সেই আগের ধারায় ফিরে যাওয়ায়। এবার নেই কোনো অতিরিক্ত সাউন্ডের আধিক্য, নেই ধর্মীয় গানের বাইডে ডিজে কিংবা ফিল্মের গানের উচ্চ আওয়াজ। ফলে পূজো থেকে হারিয়ে যাওয়া সেই সনাতন ধর্মীয় ভাবগাম্ভিয্য অনেকটাই ফিরে এসেছে এবার। ঢাকের তালে ধূপের ঘাণ্রে মণ্ডপে মণ্ডপে বিরাজ করছে সনাতানী ধর্মীয় আবেশ। তণুমনে বিরাজ করছে এক প্রশান্তিয় ভক্তি।