বড়লেখায় পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৪
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৪, ৬:১১:৩৫ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় পৃথক মামলায় বাবা-ছেলেসহ চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সাতকরাকান্দি গ্রামের আব্দুল লতিফ ও তার ছেলে আব্দুর রহমান এবং তায়েফ আহমদ এবং সৎপুর গ্রামের শরফ উদ্দিনের ছেলে মোহাম্মদ লিটন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সিআর মামলায় পরোয়ানাভুক্ত আসামি আব্দুল লতিফ ও তার ছেলে আব্দুর রহমান ও তায়েফ আহমদকে এবং সিআর মামলায় পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ লিটনকে গ্রেফতার করা হয়। বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ূম শুক্রবার বিকেলে পৃথক মামলায় বাবা-ছেলেসহ চারজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।