বাইতুল আযীম জামে মসজিদে সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৪, ৭:০৫:২৭ অপরাহ্ন
মাহে রবিউল আউয়াল উপলক্ষে নগরীর বাগবাড়িস্থ বায়তুল আযীম জামে মসজিদে সীরাত পাঠ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও পুরুষ্কার প্রদান অনুষ্ঠান শনিবার মসজিদে অনুষ্ঠিত হয়। দুটি গ্রুপে এলাকার শিশু-কিশোরদের নিয়ে নির্ধারিত শীটের উপর প্রতিযোগিতা হয়।
মসজিদ কমিটির সভাপতি জামাল মিয়া তালুকদারের সভাপতিত্বে, ডা. আব্দুল্লাহ জাভেদ খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল্লাহ আল মনসুর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আর রশীদ ইসলামিক ইন্সটিটিউট এর পরিচালক হাফিজ মাওলানা সাদিকুর রহমান।
অনুভূতি প্রকাশ করেন মসজিদের সেক্রেটারি শাফায়েত হুসাইন আহমদ, ট্রেজারার সাইফুল আলম চৌধুরী, ইঞ্জিনিয়ার মইনুল হোসেন চৌধুরী ও পেশ ইমাম মাওলানা আলমগীর হুসাইন প্রমুখ। পরে নাসিহা ফাউন্ডেশনের সৌজন্যে সকল শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরুষ্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি