তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির দুর্গোৎসবের শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৪, ৭:০৯:০৯ অপরাহ্ন
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সিলেট জেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি সিলেট জেলার সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
শনিবার এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সব ধর্মের নাগরিকদের মধ্যে কোন পার্থক্য ছাড়াই সমান অধিকার, স্বাধীনতা এবং সুরক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রদায়িক সম্প্রীতির পুণ্যভূমি সিলেটেও অতীত ঐতিহ্য রয়েছে। সুদীর্ঘকাল ধরে সাড়ম্ভরে দুর্গাপূজা পালিত হয়ে আসছে।
সব ধর্মের মিলন যাতে কেউ বিনষ্ট করতে না পারে সেদিকে সজাগ থাকার আহবান জানান নেতাকর্মীদের উদ্দেশ্যে। সম্প্রীতির আনন্দের মধ্যে বিভেদ সৃষ্টি করে অতীতের বিভাজনের রাজনীতি আর করতে দেয়া হবে না। পরিচয় বা জাত নির্বিশেষে সকলের নিরাপত্তা নিশ্চিতের দৃষ্টান্ত স্থাপন করব আমরা। নেতৃবৃন্দ দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি নিরাপদ করতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সাধুবাদ জানান। বিজ্ঞপ্তি