পুলিশ কমিশনার বরাবরে ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৪, ৮:১৭:২৪ অপরাহ্ন
জাতীয় এবং আঞ্চলিক মহাসড়ক ব্যতিত সিলেট সিটি করপোরেশন এলাকায় বৈধভাবে ব্যাটারি চালিত অটোরিক্সা/ইজিবাইক চালানোর স্থায়ী অনুমতির দাবিতে সিলেটের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করেছেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
বুধবার দুপুরে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে স্মারকলিপি পেশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই, জিল্লুর রহমান, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, প্রচার সম্পাদক আব্দুস শহীদ বকস, শ্রমিক নেতা আবুল কাশেম, আব্দুল গনি, জুয়েল আহমদ, নাসির উদ্দিন, আনিসুর রহমান, আজিবর সহ মালিক-শ্রমিক নেতৃবৃন্দ প্রমুখ।
স্মারকলিপিতে আরো বলা হয়, স্বাধীনতার ৫০ বছর হলেও আজও রিক্সা চালকরা মানুষ হয়ে মানুষ টানছেন। বর্তমান সরকারের উন্নয়নের অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ হলেও রিক্সা চালকদের উন্নয়নের ছোঁয়া লাগেনি। ডিজিটালের অংশ হিসেবে সিলেট সিটি করপোরেশন ব্যাটারি চালিত রিক্সা চলাচলের অনুমতি দিলে স্বল্প আয়ের শ্রমজীবী শ্রমিকগণ উপকৃত হবেন। বিজ্ঞপ্তি